চুনতীর ১৯ দিন ব্যাপী ৫২ তম মাহফিলে সীরতুন্নবী (স.) সফল করার লক্ষ্যে রামুতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনবার (১০ সেপ্টেম্বর) বাদে আছর রামু ল্যাবরেটরী স্কুলে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান মেহমান ছিলেন, শাহ সাহেব কেবলা (রহ.) এর দৌহিত্র ও মাহফিলের মুতাওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক মওলানা আব্দুল মালেক মুহম্মদ ইবনে দিনার নাজাত।
মাওলানা আবুল ফয়েজ এর সঞ্চালনায় এবং আবু হানিফ এর সার্বিক তত্ত্বাবধানে সভায় বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন- রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহছেন শরীফ, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আলম, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, কলঘর আবু বক্কর ছিদ্দিক (রহ.) বালিকা মাদ্রাসার সুপার মাওলানা শরিফুল হক, মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ রফিক, সুশাসনের জন্য নাগরিক সুজন রামু উপজেলা সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, রামু সরকারি কলেজের অধ্যাপক ইজত উল্লাহ, শিক্ষক এনামুল হক, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, রামু লেখক ফোরামের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর প্রমূখ।
প্রখ্যাত আলেমেদ্বীন হযরত আলহাজ¦ শাহ মাওলানা হাফেজ আহমদ (রাহ.আ.) শাহ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিন ব্যাপি ৪৯ তম মাহফিলে সীরতুন্নবী (স.) আগামী ৮ অক্টোবর শুরু হবে এবং ২৬ নভেম্বর দিবাগত রাতে আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হবে। এতে সর্বস্তুরের তৌহিদী জনতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।