চট্টগ্রামের বিভিন্ন মাদ্রাসায় ১৫ হাজার শিক্ষার্থীকে উন্নতমানের খাবার পরিবেশন করেছে বসুন্ধরা গ্রুপ।
সোমবার (২১ নভেম্বর) দুপুরে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের নির্দেশ ১৫টি পিক-আপে বিভিন্ন মাদ্রাসায় এসব খাবার পৌঁছে দেওয়া হয়েছে। গত রোববার (২০ নভেম্বর) বিকেল থেকে নগরের সবচেয়ে বড় কনভেনশন হলে শুরু হয় রান্নার আয়োজন।
যত্ন সহকারে রান্না করা হয় সুস্বাদু এসব খাবার। রাত জেগে তদারকিতে ছিলেন বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সকাল থেকে শুরু হয় কৌটায় ভরার কাজ। তারপর তালিকা অনুযায়ী গাড়িতে করে পৌঁছে দেওয়া হয় বিভিন্ন মাদ্রাসায়।
জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার হেফজ বিভাগের একজন শিক্ষক বলেন, মেহমানদারি সওয়াবের কাজ। মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মেহমানদারি করেছেন বসুন্ধরা গ্রুপের এমডি। তাঁর জন্য আমরা দোয়া করছি। দেশ ও জাতির সমৃদ্ধির জন্য দোয়া করছি।
রোববার (২০ নভেম্বর) চট্টগ্রামের ২৩টি এতিমখানায় পৌঁছে দেওয়া হয়েছিল উন্নতমানের খাবার।