হাঙ্গামামুক্ত, পরিচ্ছন্ন ও প্রভাবমুক্ত সুষ্ঠু চকরিয়া পৌরসভা নির্বাচন উপহার দেওয়ার জন্য চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরিজ, নির্বাচন কমিশন, নির্বাচনী কর্মকান্ডের সাথে যুক্ত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইন প্রয়োগকারী সংস্থা যথাক্রমে র্যাব, বিজিবি, পুলিশ ও আনসারের কর্মকর্তা ও সদস্য, প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং, পোলিং অফিসার ও বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন চকরিয়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলমগীর চৌধুরীর প্রধান নির্বাচনী এজেন্ট প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন।
এক বিবৃতিতে তাঁরা বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যে সহিষ্ণুতা, ধৈর্য ও সংযমের পরিচয় দিয়েছেন তার তূলনাই হয়না। বিজয়ী এবং বিজিত সকল প্রার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন।
একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মানে এবারের নির্বাচন একটি মাইল ফলক হয়ে থাকবে। সবাইকে ধন্যবাদ।
চকরিয়া পৌরসভা নির্বাচন ২০২১