কক্সবাজারের চকরিয়ায় বিএমচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নির্বাচনী কার্যালয়ে নৌকা প্রতিকের প্রার্থীর সমর্থকরদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে দ্ইুপক্ষের ১৫ সমর্থক আহত হয়েছে। আহতরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার রাতে এ পৃথক ঘটনা দুটি ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড পুচ্ছলিয়া পাড়ায় নির্বাচনী কার্যালয়ে সমর্থকদের উপর হামলা ও কার্যালয় ভাংচুর করে নৌকা প্রতিকে সমর্থকরা। এ ঘটনায় ৮ জন আহত হয়েছে।
এর জেরে রাত ১২টার দিকে চেয়ারম্যান জাহাঙ্গীরের সমর্থকরা নৌকার সমর্থকদের উপর হামলা চালায়। সময় ৭ কর্মী আহত হয়। বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীর আলমের সমর্থক জমির উদ্দিন বাদী হয়ে নৌকার প্রার্থী বদিউল আলমকে হকুমের আসামী করে ৩২ জনের নাম উল্লেখপূর্বক ২০০ জন অজ্ঞাত দেখিয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এদিকে শুক্রবার সকালে নৌকার প্রার্থী বদিউল আলমের কর্মী বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেন।
বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, বদিউল আলমের লোকজন আমার নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর ও মারধর করে আমার ৪ সমর্থককে আহত করেন।
নৌকার প্রার্থী বদিউল আলম বলেন, রাতে আমি ঢাকায় ছিলাম। তারা নিজে ভাংচুরের ঘটনা ঘটিয়ে আমার সমর্থকদের উপর হামলা চালিয়েছে। এসময় ৫ কর্মী আহত হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, ঘটনার খবর জেনে দ্রুত পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ বিষয়ে দু’পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হয়েছে। উভয়পক্ষকে শান্ত থাকার জন্য বলা হয়েছে বলে তিনি জানান।##