জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিশু পুত্র শহীদ শেখ রাসেল এর শুভ জন্মদিন উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় শেখ রাসেল দিবস-২০২১ উদযাপন করা হয়েছে।
সোমবার ১৮ অক্টোবর সকালে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে আলোচনা সভা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
চকরিয়া উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও মো.রাহাত উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। সভার আগে তিনি উপস্থিত সবাইকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিশু পুত্র শহীদ শেখ রাসেল এর প্রতিচ্ছবিতে শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অঞ্জন চক্রবর্তী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো.তফিকুল ইসলাম, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া থানার ওসি (ভারপ্রাপ্ত) জুয়েল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান। এছাড়াও অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি এমপি জাফর আলম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিশু পুত্র শহীদ শেখ রাসেল এর শুভ জন্মদিন উপলক্ষে চকরিয়া উপজেলা প্রশাসন আয়োজিত চিত্রাঙ্কনসহ প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলে দেন। ##