কক্সবাজারের চকরিয়ায় কৃষকের মৌসুমী সবজি ক্ষেতে পালিত ছাগল ঢুকে ফসল খেয়ে ক্ষতিসাধন করায় প্রতিবাদের জেরে উল্টো হামলার শিকার হয়েছেন ভুক্তভোগী কৃষক।
ওইসময় তাকে উদ্ধার করতে গিয়ে হামলাকারীদের হাতে প্রহৃত হয়েছেন আরো দুইজন।
শনিবার বিকালে চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হালকাকারা মৌলভীরচর বিলে হামলার ঘটনাটি ঘটলেও রোববার দিনগত রাতে দুর্বৃত্তরা তাণ্ডব চালিয়েছে কৃষক বাবুলের সবজি ক্ষেতে।
এসময় দুর্বৃত্তরা ক্ষেতের মরিচ, মিষ্টি কুমড়া, তিত করলাসহ বিভিন্নজাতের অন্তত তিন থেকে চারশতাধিক সবজি গাছ গুড়িয়ে দিয়েছে। এতে ওই কৃষকের প্রায় দুই লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।
আহত কৃষকরা হলেন ক্ষেত মালিক চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাজিরপাড়া গ্রামের নুরুল কবির মেস্ত্রীর ছেলে মোহাম্মদ বাবুল, পাশের ক্ষেত মালিক রোস্তম আলী ও বেলাল উদ্দিন। গতকাল সকালে ক্ষতিগ্রস্থ ফসলের ক্ষেত পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কর্মকর্তা সাইফুল হক।
ক্ষতিগ্রস্থ কৃষক মোহাম্মদ বাবুলের ভাই চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মোহাম্মদ কালু জানান, জমি বর্গা নিয়ে তাঁর ছোটভাই বাবুল দীর্ঘবছর ধরে হালকাকারা মৌলভীরচর বিলে সবজি চাষাবাদ করে আসছেন।
শনিবার বিকালে স্থানীয় একব্যক্তি পালিত একটি ছাগল ক্ষেতে ঢুকে ফসল খেয়ে ব্যাপক ক্ষতিসাধন করে। পরে বিষয়টি ক্ষতিগ্রস্ত কৃষক বাবুল পাশের বাসিন্দা ছাগল মালিককে জানান। ওইসময় উল্টো ছাগল মালিক ক্ষিপ্ত হয়ে কৃষক বাবুলের উপর চড়াও হয়ে মারধর করে। পরে তাকে উদ্ধারে এগিয়ে আসলে প্রতিবেশি আরো দুই কৃষককেও প্রহার করে ছাগল মালিকের লোকজন।
ভুক্তভোগী কৃষক মোহাম্মদ বাবুল অভিযোগ করে জানান, শনিবার বিকালের ঘটনার জেরধরে রোববার দিনগত রাতে হালকাকারা মৌলভীরচরের স্থানীয় জালাল হাজীর নেতৃত্বে দুর্বৃত্তরা হামলা চালায় আমার সবজি ক্ষেতে।
এসময় তাঁরা ক্ষেতের মরিচ, তিতকরল, লাউ, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন জাতের অন্তত তিন থেকে চারশতাধিক সবজি গাছ গুড়িয়ে দিয়েছে। এতে আমার প্রায় দুই লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ক্ষতিগ্রস্থ কৃষক মোহাম্মদ বাবুল।