কক্সবাজারের চকরিয়া উপজেলার দুই ইউনিয়ন পরিষদের দুটি ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
অনুষ্ঠিত নির্বাচনে বদরখালী ইউনিয়ন পরিষদের ৪নম্বর ওয়ার্ডে ১০১৮ ভোট পেয়ে ইউপি সদস্য (মেম্বার) নির্বাচিত হয়েছেন এছাম উদ্দিন বাহাদুর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নুরুন্নবী পেয়েছেন ৭৮৬ ভোট।
একইভাবে উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ৪নম্বর ওয়ার্ডে ৭২৫ ভোট পেয়েছে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আলমগীর পেয়েছেন ৩৩৬ ভোট।
মৃত্যুজনিত কারণে বদরখালী, চিরিঙ্গা ও কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ৩টি ওয়ার্ডের সদস্য পদ শুন্য হওয়ায় উপনির্বাচনের জন্য তফসীল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে চিরিঙ্গা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মদ ইসমাইল ইউপি সদস্য নির্বাচিত হয়। অপর দুই ইউনিয়নের দুই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা থাকায় গতকাল ৯ মার্চ নির্বাচন অনুষ্টিত হয়।
উপনির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও চকরিয়া উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ ইরফান উদ্দীন বলেন, তিন ইউনিয়নের তিনটি ওয়ার্ডে সদস্য পদে নির্বাচনী তফসিল ঘোষণা করা হলেও ইতোমধ্যে চিরিঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে একমাত্র প্রার্থী মোহাম্মদ ইসমাইল বিনাপ্রতিদ্বন্দীতায় মেম্বার নির্বাচিত হয়েছে।
অপর দুই ইউনিয়ন কৈয়ারবিল ও বদরখালীতে দুটি ওয়ার্ডে তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্টিত হয়।
ভোট গ্রহন শেষে গতকাল বিকালে রিটার্নিং অফিসার মুহাম্মদ ইরফান উদ্দিন বদরখালীতে এছাম উদ্দিন বাহাদুর ও কৈয়ারবিল ইউনিয়নে মোজাম্মেল হককে বেসরকারিভাবে ইউপি সদস্য নির্বাচিত ঘোষণা করেছেন।
চকো/জে