চকরিয়া উপজেলার জীবিত ৮১জন ও মৃত ৮০জনসহ ১৬১জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১১টায় চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারমান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী। তিনি আনুষ্ঠানিকভাবে বেশ কজন বীর মুক্তিযোদ্ধার হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড তুলে দেন।
এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাতুজ্জামান দিপু, বীর মুক্তিযোদ্ধা চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কে.এম ছালাহউদ্দিন ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাহাবউদ্দিন মাহমুদ।
এসময় জীবিত বীর মুক্তিযোদ্ধা ও মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের প্রতিনিধিবৃন্দসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইউএনও কার্যালয়ের স্টাফ মো. ইশফাতুল ইসলাম।