ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয়ধাপে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়নের মধ্যে ১০ ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষনা করেছেন ক্ষমতাসীন আওয়ামীলীগ। মঙ্গলবার ২৬ অক্টোবর দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে চকরিয়া উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের চুড়ান্ত তালিকার সুত্রধরে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভার সিদ্বান্তের আলোকে গতকাল চকরিয়া উপজেলার ১০ ইউপি নির্বাচনে আওয়ামী লীগ তথা নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে।
তারা হলেন, পশ্চিমবড় ভেওলা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধূরী বাবলা, বদরখালী ইউনিয়নে আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, কোনাখালী ইউনিয়নে মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি জাফর আলম ছিদ্দিকী, ঢেমুশিয়া ইউনিয়নে মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মঈনউদ্দিন চৌধুরী, পূর্ববড় ভেওলা ইউনিয়নে নিহত আওয়ামীলীগ নেতা নাছির উদ্দিন নোবেলের সহ-ধর্মীনি ফারহানা আফরিন মুন্না, বিএমচর ইউনিয়নে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খোকন, সাহারবিল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল, কৈয়ারবিল ইউনিয়নে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক জন্নাতুল বকেয়া রেখা, লক্ষ্যারচর ইউনিয়নে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মো.আওরঙ্গজেব বুলেট, কাকারা ইউনিয়রন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি শওকত ওসমান।
আওয়ামীলীগের দলীয় মনোনয়নের ক্ষেত্রে উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে পাঁচ ইউনিয়নে নতুন মুখ ্এসেছে। তাদের মধ্যে কোনাখালীতে জাফর আলম ছিদ্দিকী, বিএমচর ইউনিয়নে শহীদুল ইসলাম খোকন, ঢেমুশিয়া ইউনিয়নে মঈনউদ্দিন আহমদ চৌধুরী, কৈয়ারবিলে ইউনিয়নে জন্নাতুল বকেয়া রেখা ও পূর্ববড় ভেওলা ইউনিয়নে ফারহানা ইয়াছমিন মুন্না দলীয় মনোনয়ন পেয়েছেন।
জানা গেছে, গত ১৭ আগস্ট চকরিয়া উপজেলার পূর্ববড়ভেওলা ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন নোবেল। তিনি পুর্ববড় ভেওলা ইউনিয়নে এবার নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু তিনি হত্যাকাÐের শিকার হওয়ায় আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড নাছির উদ্দিন নোবেলের স্থলে তাঁর স্ত্রী ফারহানা আফরিন মুন্নাকে মনোনয়ন দিয়েছেন।
অপরদিকে কৈয়ারবিল ইউনিয়নে নৌকার টিকেট পেয়েছেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক জন্নাতুল বকেয়া রেখা। গত এক সপ্তাহ ধরে এই দুটি ইউনিয়নে কে পাচ্ছেন নৌকার মনোনয়ন তা নিয়ে আলোচনা ছিলো মানুষের মুখেমুখে। শেষ পর্যন্ত প্রভাবশালী প্রার্থীদের পেছনে ফেলে কেন্দ্রীয় আওয়ামীলীগ দুই নারীকে নৌকা প্রতীক দিয়ে চমক সৃষ্টি করেছেন। প্রার্থী ঘোষণায় পুরনোদের পাশাপাশি কয়েকটি নতুন মুখও আনা হয়েছে।##