কক্সবাজারের চকরিয়ায় র্যাব বাদি হয়ে দায়ের করা হত্যা ও অস্ত্র মামলায় উপজেলার ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. হেলাল উদ্দিন হেলালীকে (৪২) জেলহাজতে পাঠনো হয়েছে।
রোববার তিনি ওই মামলায় আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানালে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব কুমার দেব জামিন নামনজুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, ২০২০ সালে ফাঁসিয়াখালী ইউনিয়নের ভেন্ডিবাজার এলাকায় র্যাবের একটি দল ইয়াবা ব্যবসায়ীদের ধরতে গেলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র্যাবের উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় র্যাব বাদি হয়ে চকরিয়া থানায় দুটি মামলা হয়। ওইসব মামলায় হেলাল উদ্দিন আসামী ছিলেন। মামলা দুটির চার্জশীর্টও আদালতে জমা দিয়েছে পুলিশ।
আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর কৌশলী ও চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী এডভোকেট লুৎফুল কবির জানান, হেলাল উদ্দিনের বিরুদ্ধে চকরিয়া থানায় জিআর ১৯২/২০ ও জিআর ১৯৪/২০ দুটি মামলায় ওয়ারেন্ট ছিল। রোববার সকালে ওই মামলায় জামিন চাইতে গেলে আদালতের বিজ্ঞ বিচারক তার জামিন নামনজুর করেন।
প্রসঙ্গত: চতুর্থ দফায় ইউপি নির্বাচনে আগামী ২৬ ডিসেম্বর কক্সবাজারের চকরিয়া উপজেলার ৮ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তদমধ্যে হেলাল উদ্দিন হেলালী উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে এবার আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে দলীয় প্রতীক নৌকা নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।