কক্সবাজারের চকরিয়া উপজেলার দুইটি সড়কে পৃথক দুর্ঘটনায় দুই মোটরসাইকলে আরোহী নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত ১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া এলাকায় বাসের পেছনে ধাক্কা লেগে মো. সোহেল সিকদার (২৩) নামে এক কাতার প্রবাসি নিহত হয়েছেন।
অপরদিকে মঙ্গলবার দুপুর তিনটার দিকে চিরিঙ্গা-মহেশখালী সড়কের সাহারবিল ইউনিয়ন পরিষদের সামনে ডাম্পার ট্রাক চাপায় মাহমুদুল করিম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোহেল উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ভরইন্যারচর এলাকার মো. বাবুলের ছেলে ও অপর যুবক মাহমুদুল করিম ঢেমুশিয়া ইউনিয়নের বাসিন্দা।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম ও চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জুয়েল ইসলাম দুই মোটরসাইকেল আরোহী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।##