কক্সবাজারের চকরিয়ায় বন মোরগ জবাই করে বিক্রি করার অপরাধে নলবিলা স্টেশনের ঢাকা হোটলের মালিক ইয়াসিন আরাফাতকে আটক করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে আরও কয়েকটি বন মোরগ। পরে পুলিশ তাঁকে আদালতে পাঠালে অপরাধ স্বীকার সাপেক্ষে আদালতের বিচারক তাঁকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, হোটেলে বন মোরগ জবাই করে বিক্রি করার অপরাধে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার নলবিলা স্টেশন এলাকার ঢাকা হোটেল মালিককে আটক করা হয়। বৃহস্পতিবার বিকালে তাঁকে চকরিয়া উপজেলা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হলে আদালতের কাছে নিজের অপরাধ স্বীকার করে হোটেল মালিক।
পরে আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ জাহিদ হোসাইন আটককৃতের স্বীকারোক্তি ও সাক্ষী প্রমাণের ভিত্তিতে তাঁকে ২০ হাজার টাকা অর্থ জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
ওসি বলেন, ঢাকা হোটেল থেকে জব্দকৃত বন মোরক ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারী পার্কে অবমুক্ত করার জন্য নির্দেশনা দিয়েছেন আদালত।
চকো/জে