কক্সবাজারের চকরিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) থেকে ছিটকে পড়ে মিনি ট্রাক (ডাম্পার) গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই সন্তানের জননী নুরে জান্নাত ঝিনুক (৩০) নামে এক গহবধূ নিহত হয়েছেন।
শুক্রবার বেলা ১১ টার দিকে কাকারা ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড পুলেরছড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নুরে জান্নাত ঝিনুক সাহারবিল ইউনিয়ন বাটাখালী এলাকার কামাল উদ্দিনের স্ত্রী।
জানা যায়, নিহত নুরে জান্নাতের এক আত্মীয় অসুস্থ হওয়ায় তাকে দেখতে সাহারবিল এলাকা থেকে অটোরিকশাযোগে তার শাশুড়ী ছেলে মেয়েসহ কাকারা পাহাড়তলীর উদ্দ্যেশে রওনা হন।
অটোরিকশা টমটমের বেপরোয়া গতিতে নুরে জান্নাত কাকারা পুলেরছড়া এলাকায় পৌঁছলে অটোরিকশা থেকে ছিটকে পড়লে সামনে থেকে আসা একটি ডাম্পার গাড়ির চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।