কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে ছেলের লাঠির আঘাতে রুহুল কাদের (৫৫) নামের এক কৃষক খুন হয়েছে।
শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে ইউনিয়নের দক্ষিণ চর পাড়া গ্রামে ঘটেছে এ ঘটনা। নিহত রুহুল কাদের ওই এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসি সুত্রে জানা গেছে, কৃষক রুহুল কাদের গতকাল ভোরে তার ছেলে শহিদুল ইসলামকে (২০) সবজি ক্ষেতে কাজ করতে যেতে ঘুম থেকে ডেকে দেয়।
এ সময় বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষুব্ধ শহিদুল তাঁর বাবা রুহুল কাদেরকে লাঠি নিয়ে মাথায় স্বজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলে প্রাণ হারান রুহুল কাদের।
ঘটনার পরপর খবর ছড়িয়ে পড়ার পর এলাকাবাসী এগিয়ে আসলেও ঘাতক ছেলে পালিয়ে যায়। খবর পেয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণী। তিনি বলেন, পুত্রকে ভোর বেলায় ঘুম থেকে ডেকে দিয়ে সবজি ক্ষেতে কাজ করতে যাওয়ার জন্য বলায় পুত্র ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।
এ ব্যাপারে ঘাতক পুত্রের বিরুদ্ধে হত্যা মামলার প্রক্রিয়া চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ##