চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে জমি দখলে নিতে গিয়ে কৃষকের নির্মিত বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়েছে। একইসঙ্গে বাড়িতে আগুন দিয়েছে লাঠিয়াল চক্র। এসময় বাঁধা দেয়ায় হামলায় বৃদ্ধাসহ ৬ জন আহত হয়েছে। ঘটনার সময় বাড়ি থেকে মালামাল, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটেরও অভিযোগ উঠেছে। রবিবার ২৬ সেপ্টেম্বর দুপুরে জঙ্গলকাটা এলাকায় ঘটেছে এ হামলার ঘটনা।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার বিএমচর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কৃষ্ণপুর এলাকার নাগু মিয়া কোনাখালীতে তাদের জমিতে বাড়ী নির্মাণ করে স্বপরিবারে বসবাস করে আসছে। কিন্তু বেশ কিছুদিন ধরে লোভের বশবর্তী হয়ে একই এলাকার মৃত মৌলভী আব্দুল মালেকের পুত্র পার্কেল,আব্দুল গণির পুত্র কফিল উদ্দিন,মৃত শহর মুল্লকের পুত্র আনোয়ার হোসেন,নুর আহমদ,আব্দুল মালেকের পুত্র সোহেল রানা ও স্থানীয় শাহাজান,ফজলসহ একটি চক্র বাড়িভিটার জমি দখলে নিতে চেষ্ঠা চালিয়ে আসছিলেন।
সর্বশেষ রবিবার ২৬ সেপ্টেম্বর প্রতিপক্ষের শুক্কুর ও সোনামিয়াসহ ১৫/২০ জনের একটি লাঠিয়াল দল তান্ডব চালিয়ে নাগু মিয়ার নির্মিত ঘরটি ঘুড়িয়ে দিয়েছে। এসময় বাঁধা দেয়ার চেষ্ঠা করলে হামলা চালিয়ে গৃহকর্তা বৃদ্ধা নাগুমিয়া ও তার স্ত্রী বুলবুল আক্তারকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেন লাঠিয়ালরা।
আহত নাগুমিয়া ও তাঁর স্ত্রী বুলবুল আক্তার সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, হামলার সময় তাঁরা দুইজন ছাড়াও বাড়িতে বেড়াতে বিবাহিতা কন্যা আইয়ুবা বেগম, ছেলে ছাদেক এবং অপর কন্যা জুবাইদা বেগমকে বেধড়ক পিটিয়ে আহত করেছে। ঘটনার সময় তাঁরা বাড়ি থেকে ৩ ভরি স্বর্ণালংকার, ৪ টি মোবাইল সেট ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন আহত বুলবুল আক্তার। এ ঘটনায় হামলার শিকার পরিবারটি জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য দাবী জানিয়েছেন।##