কক্সবাজারের চকরিয়ায় রাতের আঁধারে ফলনকৃত ক্ষেত থেকে লক্ষাধিক টাকার বাদাম চুরির অভিযোগ উঠেছে। চকরিয়া পৌরসভা ১নং ওয়ার্ডের লক্ষ্যারচর তরছপাড়া গ্রামের নদীর চরে গতকাল সোমবার ভোররাতে ঘটেছে এ ঘটনা। এ ঘটনায় জমি মালিক চকরিয়া থানায় একটি এজাহার জমা দিয়েছেন।
এজাহারের অভিযোগে জানা গেছে, চকরিয়া পৌরসভার লক্ষ্যারচর মৌজার ১১২৮, ৫০৫, ৮৮১, ৭১৩, ১১৫৮ ও ৫৯৬ নং আর এস খতিয়ানের জমি নিয়ে স্থানীয় কামাল উদ্দিন গং এর সাথে আবু তাহের গং এর মধ্যে বিরোধ চলে আসছে। ভুক্তভোগী কৃষক আবু তাহেরের পুত্র শওকত অভিযোগ করেন, তারা ওই দাগাদির নদীর চর জমিতে দীর্ঘদিন ধরে জমির মূল মালিক থেকে লাগিয়ত ও কিছু শরীকদার থেকে জমি ক্রয় করে বাদামসহ সবজি চাষ করে আসছেন
তিনি অভিযোগ করেছেন, বিরোধের জের ধরে রাতের আধারে হানা দিয়ে প্রতিপক্ষের লোকজন ২০শতক আয়তনের ক্ষেত থেকে ফলনকৃত বাদাম চুরি করে নিয়ে গেছে।
এ ঘটনায় গতকাল সকালে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী কৃষক। এরই পরিেপ্রক্ষিতে থানার এসআই সৌজা উদ দৌলার নেতৃত্বে একদল পুলিশ সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চকো/জে