কক্সবাজারের চকরিয়ায় ৩০ শতাংশ সিলেবাসের উপর পরীক্ষা নেয়ার দাবিতে কক্সবাজার-মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এসএসসি-২০২২ সালের শিক্ষার্থীরা।
২৫ অক্টোবর, সোমবার সকাল ১১ টায় চকরিয়ার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের’ ২০২২ সালের শতাধিক শিক্ষার্থী এ বিক্ষোভে অংশ নেয়। প্রায় আধঘণ্টা সড়ক অবরোধ করার পর চকরিয়া উপজেলা পরিষদ কার্যালযের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।
উল্লেখ্য, শিক্ষামন্ত্রণালয় ৭০ শতাংশ সিলেবাসের উপর আসন্ন ’২২ সালের এসএসসি পরীক্ষা নেয়ার ঘোষণা দেয়।
বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীদের দাবি, তাদের মাত্র ৩০ শতাংশ সিলেবাস শেষ করানো হয়েছে, তাহলে ৭০ শতাংশ সিলেবাসের উপর কেন পরীক্ষা নেয়া হবে?