কক্সবাজারের চকরিয়ায় বরইতলী ইউনিয়নের ত্রাস কলেজ ছাত্র মোরশেদ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সাকিল ওরফে মুচ্ছকাক্কা (৩০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার বিকালে বরইতলী উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাকিল বরইতলী ইউনিয়নের মাহমুদনগর এলাকার নুরুচ্ছফার ছেলে।
চকরিয়া থানা পুলিশ জানায়, মঙ্গলবার বরইতলী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত হয়। বিকালে দলবল নিয়ে নির্বাচনে প্রভাব বিস্তার করতে গেলে থানার এসআই মহসিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ টিম সাকিলকে গ্রেফতার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, সকিল ওরফে মুচ্ছকাক্কার বিরুদ্ধে হত্যা, দস্যুতা, চুরি ও হত্যা চেষ্টাসহ ৪টি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল।
চকো/জে