নিজস্ব প্রতিবেদক: চকরিয়া চকরিয়া উপজেলার ডুলাহাজারাস্থ মালুমঘাট চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জিশান শামশেদ এবার আইসিটিফোরই জেলা অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত শিক্ষা মন্ত্রনালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের বাস্তবায়নে এটুআই শিক্ষক বাতায়ন কর্তৃপক্ষ সোমবার দুপুরে তাকে জেলা অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করেন এবং তা শিক্ষক বাতায়নে প্রকাশ করা হয়।
জেলা অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত শিক্ষিকা জিশান শামশেদ কক্সবাজার জেলার নবগঠিত ঈদগাঁও উপজেলার বাসিন্দা। তার শ্বশুর বাড়ি চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়া গ্রামে। তিনি কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি, কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচ এস সি এবং স্নাতক ডিগ্রিধারী।
চাকুরি জীবনের পাশাপাশি বর্তমানে মাস্টার্সে পড়ালেখা চলমান রয়েছে। ২০১০ সালে টেকনাফ উপজেলার কেরুনতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেশায় শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৫ সালে নব জাতীয়করণকৃত চকরিয়া উপজেলার ডুলাহাজারাস্থ মালুমঘাট চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় এ বদলী হন।