উখিয়া উপজেলার কোটবাজারস্থ সুসমাদৃত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান খোন্দকারপাড়া আল-ফারুক ইনস্টিটিউট’র বার্ষিক অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে। শনিবার (১২ নভেম্বর) সকাল ১০ টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে অভিভাবকমণ্ডলী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শিক্ষার মানোন্নয়ন ও আগামীর পরিকল্পনা নিয়ে প্রতিবারের ন্যায় এ অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মোস্তাক খোন্দকারের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, রাবেতা আল-ফুয়াদ দাখিল বালিকা মাদ্রাসার সুপার মাওলানা সুলতান আহমদ। প্রধান মেহমান ছিলেন, রত্নাপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ডাঃ মোক্তার আহমদ। প্রধান বক্তা ছিলেন, রামু লম্বরীপাড়া দারুল কুরআন একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক ও রামু লেখক ফোরামের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।
মাষ্টার বোরহান উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মাওলানা আব্দুল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কোর্টবাজারস্থ ফাতেমাতুজ জাহরা রাঃ দাখিল বালিকা মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মুহাম্মদ শফিউল আলম, উখিয়া প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক ফারুক আহমেদ, রাজনীতিবিদ মাহাবুব আলম মাহাবুব ও সমাজহিতৈষী হাজী বেলাল আহমদ প্রমূখ।
অতিথিবৃন্দ বলেন, সময়োপযোগী পরিকল্পনা ও উন্নত পাঠদান ব্যবস্থাপনার মধ্যদিয়ে আল-ফারুক ইনস্টিটিউট এতদঞ্চলের মুসলিম সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য দিবানিশি অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছে। নানা সীমাবদ্ধতার মাঝেও প্রতিষ্ঠানটি ধীরে ধীরে প্রসংশনীয় গতিতে এগিয়ে চলছে আলহামদুলিল্লাহ।
অতিথিদের পাশাপাশি অভিভাবকদের মধ্য থেকে অনুভূতি পেশ করেন, মাষ্টার আব্দুর রহমান, আহসান উল্লাহ খোকন, হাফেজ মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা বেলাল উদ্দিন, তৌফিক-এ-খোদা, নূরুল হক আরমান, এসআই মুহাম্মদ আব্দুল হাই মিতু ও মুহাম্মদ হোছাইন প্রমূখ।