কালারমারছড়া নোনাছড়ি কোস্টাল কমিনিউটি সেন্টারে অবস্থিত খেলার মাঠ ও দিঘী ভরাট করে মুজিব বর্ষের ঘর নির্মাণের জন্য নির্ধারণ করায়। এতে এলাকার মানুষ মাঠ ও দিঘী রক্ষায় এক মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেছে।
১৬ই মার্চ বিকাল ৩টায় নোনাছড়ি বাজারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানবন্ধনের সমর্থন জানিয়ে উপস্থিত হয় বৃদ্ধ,যুবক ও কিশোর সহ হাজারো মানুষ।
উক্ত মানববন্ধনের বক্তব্য রাখেন,কালারমারছড়া ইউনিয়নের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দু সাত্তার, তিনি বলেন, এই কোস্টাল মাঠ আমি খেলাধূলা করেছি।অনেকে চেষ্টা করেছিল এই মাঠ ধংস করে পানের বরজ করতে কিন্তু করতে দিই। মুজিববর্ষের ঘর দেবে এতে আমাদের দু:খ নাই। তা দেওয়া হোক খাস জমিও ১২নং খতিয়ানের জায়গাতে। খেলাধুলার মাঠ ধংস করে মুজিববর্ষের ঘর নির্মাণ এটি বেমানান।
মানববন্ধনে উপস্থিতিত বক্তরা বলেন,এটি প্রায় ২০০বছরের ঐতিহ্যবাহী একটি মাঠ ও দিঘী। এখানে এলাকার সবাই খেলাধুলা করে। এই মাঠ যদি ধংস করে মুজিব বর্ষের ঘর নির্মাণ করা হয়, তাহলে এলাকার কিশোরীরা খেলাধুলা করতে না পেরে মাদকের দিকে ধাবিত হবে। আমরা চাই না কালারমারছড়ায় আবার অস্ত্রের ঝনঝনানী শুরু হোক।
তারা আরো বলেন,যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যক উপজেলায় খেলার মাঠ তৈরি করার জন্য পরিকল্পনা করছেন, সেখানে কিছু কুচক্রী মহল এই মাঠটি ধংস করতে উঠে পড়ে লেগেছে।আমরা কালারমারছড়া ইউপি চেয়ারম্যান , মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার, জেলা ডিসি ও স্থানীয় এমপি আশেক উল্লাহ রফিকের কাছে বিনীত অনুরোধ করছি। এই মাঠটি ধংস করে কেউ যাতে কিছু করতে না পারে।এতে আমাদের যুব সমাজ মারাত্মক ধংস হবে বলে দাবী জানান বক্তরা।
চকো/জে