ভারী বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। ফলে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি গেইট খুলে দিয়ে ৬ ইঞ্চি করে পানি নিষ্কাশন করা হচ্ছে। এতে প্রতি সেকেন্ডে এসব গেইট দিয়ে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।
শুক্রবার সকাল ১০টা থেকে বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ে গেইট একযোগে খুলে দিয়ে হ্রদে পানির উচ্চতা কমানোর কার্যক্রম শুরু হয়।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র অফিস জানায়, ভারী বৃষ্টিপাতের কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়েছে। এতে হ্রদের নিম্নাঞ্চল পানিতে ডুবে গেছে। গত বৃহস্পতিবার হ্রদে পানির উচ্চতা ছিল ১০৭ দশমিক ৫৪ ফুট মিন সি লেভেল (এমএসএল)। বর্তমানে হ্রদের রুলকার্ভ অনুযায়ী ছয় ফুট উপরে পানি রয়েছে। ফলে গণ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে শুক্রবার পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি গেইট খুলে দিয়ে পানি ছাড়া শুরু হয়েছে। এর ফলে প্রতি সেকেন্ডে এসব গেইট দিয়ে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল।
বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বলেন, হ্রদে পানি বৃদ্ধিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ও গণ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে শুক্রবার থেকে কেন্দ্রের ১৬টি গেইট খুলে দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছাড়া হচ্ছে। এছাড়া কেন্দ্রের ৫টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনে প্রতি সেকেন্ড আরও ২৫ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে।