কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার নিমিত্তে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
তিনি আজ মঙ্গলবার ধানমন্ডি ৩ এ অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির কার্যালয় থেকে জেলা পরিষদ চেয়ারম্যান পদের জন্য এ মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
জনাব সালাহউদ্দিন সিআইপি ২০১৬ পর্যন্ত টানা ১৮ বছর সফলভাবে যথাক্রমে কক্সবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
তিনি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর প্রতিষ্ঠাতা ও এই বিশ্ববিদ্যালয়ের বিওটি’র চেয়ারম্যান।