বাংলাদেশ উশু ফেডারেশন আয়োজিত ৪র্থ চায়না-বাংলাদেশ এম্বাসেডর কাপ-২০২২ এ অংশগ্রহণ করতে কক্সবাজার চায়নিজ উশু একাডেমি ঢাকা যাত্রা করেছে।
গতকাল রাত ৮টায় একাডেমির পরিচালক ও বাংলাদেশ উশু ফেডারেশন কোচ মোঃ ছিদ্দিকুল ইসলামের নেতৃত্বে টিম ম্যানেজার মোহাম্মদ সেলিমসহ ১৫ জনের একটি টিম ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করে।
যাত্রাকালে কক্সবাজার চায়নিজ উশু একাডেমির সফলতা কামনা করে শুভেচ্ছা জানান ফাতেমা এন্ড কোম্পানির সত্বাধিকারি কবির আহমদ কোম্পানি, কক্সবাজার জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি ফোরকান আহমদ খোকন ও একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং সাংবাদিক সংসদ কক্সবাজার সভাপতি আনোয়ার হাসান চৌধুরী৷
এসময় উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি অনজরুল ইসলাম এবং একাডেমির সদস্য এম. শফিক।
এদিকে এদিন বিকেলে শহর শ্রমিক দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওসমান সরওয়ার টিপু খেলোয়াড়দের সার্বিক প্রস্তুতি দেখতে আসলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
তিনি সংক্ষিপ্ত আলোচনায় একাডেমির কল্যাণে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উল্লেখ্য, ৪র্থ চায়না-বাংলাদেশ এম্বাসেডর কাপ মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।