কক্সবাজারে ১০ কেজি গাঁজাসহ হেলাল উদ্দিন প্রকাশ খোকা (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। গ্রেপ্তার হেলাল উদ্দিন প্রকাশ খোকা কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের লাইট হাউজ এলাকার বাসিন্দা।
রবিবার (২৮ এপ্রিল) বিকেলে কক্সবাজার সদর থানাধীন উত্তর জানারঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব -১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী।
তিনি জানান , একজন মাদক কারবারী উত্তর জানারঘোনা এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার বিকেল সাড়ে ৫টায় র্যাব ওই এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় এক জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে সে গাঁজা ব্যবসার সাথে জড়িত।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী আরও বলেন, উদ্ধার গাঁজা ও গ্রেপ্তার ব্যক্তিকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
চকো/জে