কক্সবাজারে চিরকুট লিখে মাস্টার্স পড়ুয়া ক্যা ছে ওয়ান নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে কক্সবাজার শহরের খুরুস্কুল রাস্তার মাথা এলাকার রিহাব প্লাজা বিল্ডিংয়ের ৪র্থ তলায় ফ্যানে ঝুলানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
“আমি আর পারছিনা এ সমাজের সাথে তাল মেলাতে, আমি ব্যর্থ সৈনিক,আমার মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়”। চিরকুটে এমন কথা লিখে আত্মহত্যা করেছে সে। ক্য ছে ওয়ান রাখাইন। তিনি কক্সবাজার সিটি কলেজের এমএ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ী চকরিয়া উপজেলার কাহারিয়া ঘোনা রাখাইন পাড়ায়।
জানা গেছে, নিহতের সাথে রুমে থাকা এক সহপাঠী তাকে এ অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ওই বাসায় তারা ৫ জন ভাড়া থাকতো। কিন্তু আত্মহত্যার সময় সে নিজে ছাড়া বাকী সবাই বাইরে ছিলেন। ঠিক কখন আত্মহত্যা করেছে এমন তথ্য দিতে পারছেনা বাসায় থাকা সহপাঠীরা। তার কক্ষে ঢুকার পর এই চিরকুটটি পাওয়া যায়। যেখানে তার মানসিক ডিপ্রেশনের কথা উল্লেখ করে লিখেছে, আমি ডিপ্রেশনের কারণ গুলো কাউকে বলতে পারছিনা।
চিরকুটে সর্বশেষে লিখেছে, তার পরিবার যেনো কাউকে এ ঘটনায় দায়ী না করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম।
তিনি জানান, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ অব্যাহত রয়েছে।