জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) শহরের কলাতলীর একটি অভিজাত হোটেলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা -জেএসএস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুহম্মদ কামরুল ইসলাম।
জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি ইলির সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি শাহজাহান মোল্লা ও চট্টগ্রাম বিভাগীয় সভাপতি খায়রুল ইসলাম, কক্সবাজার জেলা কমিটির সহ সভাপতি ও দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি মোঃ রেজাউল করিম, সহ সভাপতি ও দৈনিক কক্সবাজার বাণী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আল আমীন, সহ সভাপতি শেফাইল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শায়েখ আহমেদ, সহ দপ্তর সম্পাদক ছৈয়দ আমিন সাঈদ, সাস্কৃতিক সম্পাদক আজিজুর রহমান রাজু, চকরিয়া উপজেলা কমিটির সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাজালাল শাহেদ, মোহাম্মদ জাহেদ, পেকুয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মনসুর, উখিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল, সরোয়ারুল ইসলাম, সমুনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
বক্তারা সৈকত শহর কক্সবাজার সহ জেলা ব্যাপী সংগঠনের কার্যক্রম আরো জোরদারের মাধ্যমে কলম সৈনিকদের ন্যায্য পাওনা ও অধিকার আদায়ের উপর গুরুত্ব আরোপ করেন।