কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় রিপন চন্দ্র ভৌমিক নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রিপন চন্দ্র ভৌমিক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চাঁদকাশিমপুর গ্রামের মৃত নেপাল চন্দ্র ভৌমিকের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন।
আদালত সূত্রে জানা যায়, ৫ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট পাচারের দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।