কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল বলেছেন, মামলার আধিক্য বিবেচনায় কক্সবাজার জেলায় আরো দুইটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ও ২টি যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা করা একান্ত জরুরী।
শনিবার বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে “বিচার বিভাগীয় সম্মেলন’২১” এর সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন, মাদক মামলার দ্রুত বিচার নিষ্পত্তিতে সবার একান্ত সহযোগিতা আবশ্যক।
কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত “বিচার বিভাগীয় সম্মেলন’২১” এর প্রথম পর্ব শনিবার সকাল সাড়ে ৯ টায় আমন্ত্রিত অতিথিদের নিয়ে দুপুর ১ টা পর্যন্ত চলে। এছাড়া দ্বিতীয় পর্ব দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মোসলেহ উদ্দীন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মুহাম্মদ ফারুকী, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত মাহমুদুল হাসান, যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালত মুহাম্মদ সাইফুল ইসলাম সহ জজশীপ ও ম্যাজিস্ট্রেসীর সকল বিচারক ও ম্যাজিস্ট্রেটবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া এতে পুলিশ, আইনজীবী, চিকিৎসকসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।