কক্সবাজারে মেজর অবঃ সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি বরখাস্ত ওসি প্রদীপ সহ সকল আসামির ফাঁসীর দাবিতে কক্সবাজারে মানববন্ধন করেছে বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে টেকনাফ থানায় ওসি থাকা কালে প্রদীপের হাতে নির্যাতিত সাংবাদিক কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজার বানীর সম্পাদক ফরিদুল মোস্তাফা খান সহ ওসি প্রদীপের হাতে নির্যাতিত টেকনাফ ও উখিয়ার বেশ কয়েক জন নির্যাতিত পরিবারের লোকজন অংশ নেন।
সাংবাদিক ফরিদুল মোস্তাফা জানান ওসি প্রদীপের ইয়াবা কারবার সহ তার বিভিন্ন অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ওসি প্রদীপ তার বিরুদ্ধে ৬ টি মিথ্যা মামলা দিয়েছে।
শুধু তাই নয় তাকে ওসি প্রদীপ ঢাকা থেকে আটক করে থানায় এনে চরম নির্যাতন করে এবং প্রায় এক বছর তাকে জেলে থাকতে হয়েছে। মানববন্ধনে বক্তারা ওসি প্রদীপের ফাঁসী দাবী করেন।