কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. রিদুয়ান (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত রিদুয়ান ওই এলাকার নাজির হোসেনের ছেলে। মরিচ্যা বাজারে তার একটি সাউন্ড সিস্টেমের দোকান রয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বড়বিল এলাকায় সিএনজি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তার মৃত্যু হয়৷
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দোকানের কাজ শেষ করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন রিদুয়ান। এ সময় সড়কে একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক দিয়ে আসা দ্রতগামী একটি সিএনজির সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগলে সে গাড়ি থেকে পড়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটবাজারের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিদুয়ানকে মৃত ঘোষণা করেন৷
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, মরিচ্যা বড়বিলে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।