কক্সবাজারের উখিয়া পালংখালীর গয়ালমারায় ১০,০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী
কে আটক করা হয়েছে।
রোববার (২১ নভেম্বর) দুপুর আনুমানিক ১.৩০ টার দিকে র্যাব-১৫ এর একটি চৌকস দল কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ গয়ালমারা জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে হামিদুল হক (৩২), পিতা-মোঃ শফি, মাতা- সাহেরা বেগম, সাং-হাকিম আলী বাপের বাড়ী, পূর্ব ধেছুয়া পালং, ইউপি-খুনিয়াপালং (০৪ নং ওয়ার্ড), থানা- রামু, জেলা-কক্সবাজারকে ইয়াবাসহ আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অধিনায়ক মোঃ আবু সালাম চৌধুরী জানান, জিজ্ঞাসাবাদে সে জানায় যে, দীর্ঘদিন যাবত সে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।