কক্সবাজারের উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনায় অন্তত সহস্রাধিক বসত ঘরসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে; তবে তাৎক্ষনিক আগুন হতাহতের সংখ্যা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
অগ্নিকান্ডের সোয়া ১ ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন জানান, রোববার সন্ধ্যা পৌণে ৭ টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এর আগে বিকাল সাড়ে ৫ টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনা ঘটে।
তবে অগ্নিকান্ডের ঘটনায় রোহিঙ্গার সহস্রাধিক বসত ঘরের পাশাপাশি বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের সংখ্যার ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলে জানান অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।