ঈদগাঁওতে যথোচিত সম্মানের সাথে বুধবার (৬ সেপ্টেম্বর) উদযাপিত হয়েছে শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব ২০২৩। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করেছে জন্মাষ্টমী উদযাপন পরিষদ, বাংলাদেশ।
এ উপলক্ষে বৃহত্তর ঈদগাঁও কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে নানা কর্মসূচি। ঈদগাঁও উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ এসবের আয়োজন করে।
উৎসব উপলক্ষে সকালে ঈদগাঁও বাজারের প্রধান সড়ক ডিসি রোডে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
অন্য কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, প্রসাদ বিতরণ, প্রতিযোগিতা, গীতা পাঠ, ধর্মীয় ভক্তিমূলক গান, কুইজ, ভাগবতীয় আলোচনা ও শ্রীকৃষ্ণ পূজা।
জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি মাস্টার রতন কান্তি দে-র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি কক্সবাজার জেলা সংসদের উপদেষ্টা জগদীশ শর্মা।
ধর্মীয় আলোচক ছিলেন রাধা দামোদর মন্দির ইসকনের (বান্দরবান- কক্সবাজার) অধ্যক্ষ শ্রীপাদ রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারী। মঙ্গল প্রদীপ প্রজ্জলক ছিলেন জেলা ব্রাহ্মণ সংসদের উপদেষ্টা কমলেন্দু আচার্য। উদ্বোধন করেন ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃণাল আচার্য।
অতিথিদের মধ্যে ছিলেন ঈদগাঁও কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি উত্তম রায় পুলক, সিনিয়র সহ-সভাপতি বাবুল কান্তি দে, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি জেলা শাখার সাবেক সভাপতি মাস্টার রাজন আচার্য, ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জিকু দাশ সুব্রত, জেলা গীতা শিক্ষা কমিটির অর্থ সম্পাদক মাস্টার সমীর রুদ্র, কেন্দ্রীয় কালী মন্দিরের সাধারণ সম্পাদক সুকুমার মল্লিক ও অর্থ সম্পাদক লিটন কান্তি দে।
ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন কান্তি দে-র সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ঈদগাঁও জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রুপম আচার্য। শুভেচ্ছা বক্তব্য দেন অর্থ সম্পাদক অপূর্ব ধর।
এতে স্থানীয় জন্মাষ্টমী ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ সনাতন সম্প্রদায়ের বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।