কক্সবাজার আদালতে তিন হাজার ইয়াবা পাচারের মামলায় মো. জাহাঙ্গীর আলম (২৬) নামের এক যুবকের ৫ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে।
সেই সঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। এ অর্থ অনাদায়ে তাকে আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
টেকনাফ থানায় দায়ের করা এ মামলায় আজ রায় ঘোষণা করেন যুগ্ম দায়রা জজ ১ম আদালতের বিচারক মাহমুদুল হাসান। এ সময় আসামি পলাতক ছিলেন। ২০১৭ সালের ১৬ মার্চ মামলাটি দায়ের করা হয়।
দণ্ডপ্রাপ্ত আসামি গাইবান্দা জেলার আবদুল্লাপুরের ফান্দানগরের লালবাজারের বাসিন্দা আবছারের ছেলে।
আসামি স্বেচ্ছায় আত্মসমর্পণ কিংবা গ্রেফতারের দিন থেকে সাজার মেয়াদ গণনা শুরু হবে বলেও আদেশ দেন বিচারক।
সেই সঙ্গে আসামির নিকট থেকে জব্দকৃত ইয়াবাসমূহ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ও যথাযথ বিধি অনুসরণপূর্বক ধ্বংস করার জন্য কোর্ট পুলিশ পরিদর্শককে নির্দেশও দিয়েছেন আদালত।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন- সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট আবদুর রউফ। আসামি পক্ষের আইনজীবী ছিলেন মোঃ হুমায়ুন কবির চৌধুরী।