বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ রামু রাজারকুল ইউনিয়ন শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর (জুমাবার) সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম। প্রধান বক্তা ছিলেন, রামু উপজেলা সভাপতি মুহাম্মদ আবদুল করিম।
ইউনিয়ন সভাপতি হাফেজ মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে, সহ-সভাপতি মুহাম্মদ সিরাজুল মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন, সদস্য হাফেজ মুহাম্মদ হেলাল উদ্দিন।
এ সভায় বক্তব্য রাখেন, মুহাম্মদ রমজান আলী, মেহরাব হোসেন, হুজাইফ ফারদিন সাআদ, মুহাম্মদ জুনাইদ, মুহাম্মদ হারুনুর রশিদ, হাফেজ জাহেদুল ইসলাম ও মিনহাজুল হাসান প্রমূখ।
এ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে রাজারকুল ইউনিয়নের ৫নং ওয়ার্ড শাখার নতুন কমিটি গঠন করা হয়। এতে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি হাফেজ মুহাম্মদ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক হুজাইফ ফারদিন সাআদ, সাংগঠনিক সম্পাদক রমজান আলী, অর্থ সম্পাদক হাফেজ মেহরাব হোসাইন, প্রচার সম্পাদক মুহাম্মদ জুনাইদ, পাঠাগার ও সাহিত্য সম্পাদক মুহাম্মদ হারুনর রশিদ, দফতর সম্পাদক ইনজিমামুল হাসান ও সদস্য হাফেজ মুহাম্মদ জাহেদুল ইসলাম।
পরবর্তীতে আরও সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে এ কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দেয়া হবে। সেই সাথে এ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের প্রক্রিয়া চলমান থাকবে মর্মেও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় প্রধান অতিথি জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম নবগঠিত ওয়ার্ড কমিটির দায়িত্বপ্রাপ্তদের শপথবাক্য পাঠ করান। তিনি বলেন, ইসলামী ছাত্রসমাজ আদর্শ মানুষ গড়ার স্বতন্ত্র এক পাঠশালা। এ সংগঠনের নেতা-কর্মীদেরকে শীসাঢালা প্রাচীরের মতো অটল-অবিচল থেকে, ইখলাসের সাথে সাংগঠনিক কাজ করে করে যেতে হবে।