সোমবার ভোরে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ।
বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হচ্ছে, ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উপেক্ষা করে হাইফা ও তিবেরিয়াস শহরে হেজবুল্লাহর রকেট হামলায় অন্তত ১০ জন আহত হন।
এতে বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়।
হেজবুল্লাহর দাবি, তারা ‘ফাদি ১’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হাইফার দক্ষিণে একটি সামরিক ঘাঁটিতে হামলা করেছে।
যার মধ্যে দুটি রকেট ভূমধ্যসাগরীয় উপকূলে হাইফাতে, অন্য পাঁচটি ইসরায়েলের তিবেরিয়াস শহরে আঘাত হানে।
উত্তর ইসরায়েলের সবচেয়ে বড় শহর হাইফা কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ। কেননা এখানে একটি বন্দর, তেল শোধনাগার এবং শিল্প কারখানা রয়েছে।
অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের বৈরুতে হেজবুল্লাহর গোয়েন্দা সদর দফতরে এবং তাদের অস্ত্রের গুদামে বিমান হামলা চালানোর দাবি করেছে।
এছাড়া দক্ষিণ লেবানন এবং বেকা এলাকায় হেজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে বলে জানায়।
সূত্র: বিবিসি