বান্দরবানের আলীকদম উপজেলায় মুরুং কল্যাণ ছাত্রবাসে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ সাব্বির হাসান, পিএসসি।
গত শনিবার (২৬ নভেম্বর) বিকেলে আলীকদম জোনের অধিনায়ক সপরিবারে ছাত্রাবাসটি পরিদর্শন করেন। এ সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ম্রো সম্প্রদায়ের শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের পড়ালেখা, থাকা খাওয়ার বিষয়ে নানান সুবিধা-অসুবিধার কথা শোনেন।
ছাত্রবাস পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণকালে জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ সাব্বির হাসান, পিএসসি বলেন, মুরুং জনগোষ্ঠীর শিক্ষার্থীদের পড়ালেখার সুবিধার্থে সেনা জোন কাজ করে যাচ্ছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে পাহাড়ে শিক্ষার আলো জ্বালবে। স্কুলজীবন শেষ করে কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ভাল চাকরি করে যখন নিজের যোগ্য স্থানে বসবে, তখন আমি তথা আলীকদম জোন সর্থক হবে।’
ছাত্রাবাসটি পরিদর্শণকালে জোন কমান্ডারের পরিবারবর্গও উপস্থিত ছিলেন।