মহেশখালীর দুবাই প্রবাসী কৃতি সন্তানেরা মহেশখালী উপজেলা রেমিট্যান্স সংগঠন নামের একটি সংঘঠনের শুভ সূচনা করেছেন। মহেশখালীর যে সমস্ত সন্তানেরা দুবাইতে অবস্থান করছেন, তাদের বিভিন্ন সমস্যা সমাধানের অভিপ্রায় নিয়ে ভালো কিছু করার স্বপ্ন নিয়ে তারা এই পবিত্র রমজান মাসে সংগঠনটির শুভ সূচনা করেছেন।
গত ১৭মার্চ রোববার দেরা দুবাই নাম করা Bonanza Deira নামের একটি রেস্টুরেন্টে প্রাথমিক ভাবে এই সংঘঠনের আত্নাপ্রকাশ করেন। এসময় তারা আগামী ঈদুল ফিতর এর পর মহেশখালী বনাম চকরিয়া প্রবাসী ফুটবল দলের মধ্যকার একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করার মধ্য দিয়ে এই সংঘঠনটির পূর্ণাঙ্গ আত্মপ্রকাশ ঘটাবেন বলে জানান। উক্ত রেস্টুরেন্টে তারা মহেশখালী প্রবাসী ফুটবল টিমের জার্সি উন্মোচন করেন।
মহেশখালী উপজেলা ফুটবল দলের সাবেক গোল কিপার।বর্তমানে দুবাই প্রবাসী তৌহিদুল ইসলাম জানান। মহেশখালীর সন্তান যারা দুবাইতে অবস্থান করছে, তাদের বিপদ আপদে যেন সবাই পাশে থাকতে পারি সেই উদেশ্য আমাদের এই উদ্যোগ। প্রবাসীদের মনে অনেক ধরনের দু:চিন্তা থাকে তাই তারা যেন বিভিন্ন খেলাধুলা, ভ্রমণ একে অপরের সাথে যোগাযোগ করতে পারে সেটাই আমাদের উদেশ্য।
এসময় প্রবাসী ব্যবসায়ী নাজিম উদ্দিন বলেন, আমরা রেমিট্যান্স যোদ্ধা। দেশের অর্থনীতিতে আমরা অনেকটা সাপোর্ট দিয়ে যাচ্ছি। দুবাই প্রবাসী মহেশখালী উপজেলার সন্তানদের জন্য আমরা কিছু করতে চাই। এই সংঘঠনটি যাতে আমরা ধরে থাকতে পারি। এবং মহেশখালীর সকল প্রবাসীরা যেন পরস্পরের সাথে মিলেমিশে থাকতে পারি। সেটির জন্য আমরা মহেশখালী বাসীর কাছে দোয়া কামনা করছি।আমরা মহেশখালীর প্রবাসীরা ভবিষ্যতে যেন প্রবাস জীবনে সম্মান ধরে রাখতে পারি।
অনুষ্ঠানের শেষের দিকে উক্ত সংঘঠনের সার্বিক সহয়তাকারী মহি উদ্দিন মহেশখালী ও কক্সবাজারস্থ সকল প্রিন্ট ও অননাইল সাংবাদিকদের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি দুবাই প্রবাসী মহেশখালীর সন্তান একই প্লাটফর্মে আসার আহ্বান জানান।
চকো/জে