ঢাকার আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
আজ বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে এই অংশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বলে ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
তবে এই অংশে ট্রেন চলাচল “সাময়িকভাবে বন্ধ আছে” বলে উল্লেখ করেন তারা।
এই অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে তা সবাইকে জানাবে ডিএমটিসিএল।
যদিও কেন মেট্রোরেল বন্ধ হয়েছে, সে বিষয়টি পরিষ্কার করা হয়নি ওই পোস্টে। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে, কারিগরি ত্রুটির জন্য এমনটা ঘটেছে।
এছাড়া, উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে।
সূত্র: বিবিসি